Breaking





Thursday, June 29, 2023

পাওয়ার কর্পোরেশনে দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ | NPCIL Trade Apprentice Recruitment 2023

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ | মাধ্যমিক পাশে আবেদন করুন 

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
পাওয়ার কর্পোরেশনে দপ্তরে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
ভারত সরকারের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (NPCIL)-র তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারITI /01/2023

  • পদের নামFitter (ফিটার)
  • মোট শূন্যপদ ➟ ২৫ টি। (UR : ১২ টি, SC : ০৫ টি, OBC : ০৬ টি, EWS : ০২ টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে।
  • বয়সসীমা ➟ ১৮ই জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৪ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।

  • পদের নামElectrician (ইলেক্ট্রিসিয়ান)
  • মোট শূন্যপদ ➟ ১৬ টি। (UR : ০৬ টি, SC : ০৩ টি, ST : ০১ টি, OBC : ০৪ টি, EWS : ০২ টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে।
  • বয়সসীমা ➟ ১৮ই জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৪ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।

  • পদের নামElectronic Mechanics (ইলেকট্রনিক মেকানিক্স)
  • মোট শূন্যপদ ➟ ০৯ টি। (UR : ০৪ টি, SC : ০১ টি, OBC : ০৩ টি, EWS : ০১ টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে।
  • বয়সসীমা ➟ ১৮ই জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৪ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।

মাসিক স্টাইপেন্ড
  • ১ বছরের কোর্স করা প্রার্থীদের ৭,৭০০/- টাকা।
  • ২ বছরের কোর্স করা প্রার্থীদের ৮,৮৫৫/- টাকা।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➟ সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রার্থীর প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। ITI ট্রেড প্রাপ্ত নাম্বারের টাই হলে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

নিয়োগ স্থান ➟ Narora Atomic Power Station, Narora, Bulandshahr, Uttar Pradesh -203389

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৭শে জুন ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৮ই জুলাই ২০২৩

✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box