ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2023 |
সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় রেল মন্ত্রকের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে সুপারভাইজার, ড্রাফটসম্যান সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
- পদের নাম ➡ Supervisor cus Construction Manager
- মোট শূন্যপদ ➡ ০৯ টি। (UR - ০৫ টি, SC - ০১ টি, OBC - ০৩ টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➡ ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➡ ১লা জুন ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➡ ২৪,০৪০/- টাকা।
- পদের নাম ➡ Drftsman
- মোট শূন্যপদ ➡ ২০ টি। (UR - ১১ টি, SC - ০২ টি, ST - ০১ টি, OBC - ০৫ টি, EWS - ০১টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➡ যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ ট্রেডম্যান সিপ, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফসম্যান, সার্ভেয়র, CAD অপারেটর ইন অটোক্যাড, সিভিল, মেকানিক্যাল, ফিটার, মেসিনিস্ট টার্নার ইত্যাদি ট্রেডে পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➡ ১লা জুন ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➡ ১৪,৩১৭/- টাকা।
- পদের নাম ➡ Quality Assurance and Control Engineer
- মোট শূন্যপদ ➡ ২০ টি। (UR - ১১ টি, SC - ০২ টি, ST - ০২ টি, OBC - ০৪ টি, EWS - ০১টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➡ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইত্যাদি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➡ ১লা জুন ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➡ ৩০,০০০/- টাকা।
- পদের নাম ➡ Field Quality Control Engineer
- মোট শূন্যপদ ➡ ৮০ টি। (UR - ৩৫ টি, SC - ১১ টি, ST - ০৬ টি, OBC - ২১ টি, EWS - ০৭টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➡ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সমতুল্য বিষয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➡ ১লা জুন ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➡ ১৭,৮৫৩/- টাকা।
আবেদন পদ্ধতি ➡ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➡ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করানো হবে।
ইন্টারভিউয়ের স্থান ➡ AB-435, Block-A, Nirman Nagar, Jaipur, Rajasthan-302019
গুরুত্বপূর্ণ তারিখ ➡
আবেদন প্রক্রিয়া শুরু | ২৬শে জুন ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৪ই জুলাই ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➡
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box