১,৫৫৮টি শূন্যপদে MTS & Havaldar পদে চাকরির সুযোগ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC)-র তরফে SSC MTS and Havalder Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে মোট 1558টি শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
- পদের নাম ➜ Multi -Tasking Staff (মাল্টি টাস্কিং স্টাফ)
- মোট শূন্যপদ ➜ ১,১৯৮ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➜ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ➜ প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
- মাসিক বেতন ➜ পে লেভেল অনুযায়ী ৫,২০০/- থেকে ২০,২০০/- টাকা।
- পদের নাম ➜ Havaldar (হাবিলদার)
- মোট শূন্যপদ ➜ ৩৬০ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➜ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ➜ প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
- মাসিক বেতন ➜ পে লেভেল অনুযায়ী ৫,২০০/- থেকে ২০,২০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ➜ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা। এবং SC/ ST/ PWD/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি ➜ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➜ প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (পেপার-I) এবং বর্ণনামূলক পরীক্ষা (পেপার II) এবং নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➜
আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে জুন ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২১শে জুলাই ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➜
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box