Breaking





Sunday, July 02, 2023

৩,৫১৮ শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ | IBPS Clerk Recruitment Notification 2023

বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে চাকরির সুযোগ 2023 | ২১শে জুলাই পর্যন্ত আবেদন চলবে 

বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে চাকরির সুযোগ 2023 | ২১শে জুলাই পর্যন্ত আবেদন চলবে
বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
IBPS পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে 3518টি শূন্যপদে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামClerk (ক্লার্ক)।

মোট শূন্যপদ৩,৫১৮ টি।

যে সমস্ত ব্যাংকে কর্মী নিয়োগ করানো হবে
  • ব্যাংক অফ বরোদা।
  • ব্যাংক অফ ইন্ডিয়া।
  • ব্যাংক অফ মহারাষ্ট্র।
  • কানাডা ব্যাংক।
  • ইন্ডিয়ান ব্যাংক।
  • ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
  • ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা ➼ যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক কোর্স করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে রাজ্যে প্রার্থী নিয়োগ করানো হবে সেই রাজ্যের ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➼ ১লা জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

আবেদন ফি বা মূল্য
  • SC/ ST/ PWBD এবং ExSM প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা।
  • অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি ➼ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➼ অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও আরো বিভিন্ন রাজ্যের উল্লিখিত প্রার্থী নিয়োগ করানো হবে।

অনলাইন পরীক্ষা দুটি বিভাগে হবে  ➼
প্রিলিমিনারি এক্সামিনেশন।
মেইন এক্সামিনেশন।

পরীক্ষার কেন্দ্র
  • কলকাতা।
  • হুগলি।
  • দুর্গাপুর।
  • আসানসোল।
  • আরো বিভিন্ন জায়গা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ২১শে জুলাই ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box