কৃষি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২০,২০০ টাকা
![]() |
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় বন্ধুগণ,
কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ, পুরুলিয়ার পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার, ড্রাইভার ও স্কীলড সাপোর্ট স্টাফ পদে কর্মী নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ▶ KVK/Rect.02/2023-24
- পদের নাম ▶ Stenographer (স্টেনোগ্রাফার)।
- মোট শূন্যপদ ▶ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ▶ যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ▶ প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ▶ ৫,২০০/- থেকে ২০,২০০/- টাকা + ২,৪০০/- টাকা গ্রেড পে।
- পদের নাম ▶ Driver (ড্রাইভার)।
- মোট শূন্যপদ ▶ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ▶ যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ পরিবহন দপ্তর স্বীকৃত বৈধ ড্রাইভিং থাকতে হবে।
- বয়সসীমা ▶ প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ▶ ৫,২০০/- থেকে ২০,২০০/- টাকা + ২,০০০/- টাকা গ্রেড পে।
- পদের নাম ▶ Skilled Support Staff (স্কীলড সাপোর্ট স্টাফ)।
- মোট শূন্যপদ ▶ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ▶ যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ অথবা যেকোনো স্বীকৃত ITI প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রী থাকতে হবে।
- বয়সসীমা ▶ প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ▶ ৫,২০০/- থেকে ২০,২০০/- টাকা + ১,৮০০/- টাকা গ্রেড পে।
আবেদন ফি বা মূল্য ▶ তপশিলি জাতিভুক্ত, মহিলা, পূর্বে কর্মরত এবং প্রতিবন্ধী আবেদনকারী ছাড়া অন্যান্য আবেদনাকারীদের এককালীন ২০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদন পদ্ধতি ▶ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ▶ প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সংস্থা দ্বারা প্রদত্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে আবেদনপত্রটি নির্ভুল ভাবে পূরণ করে সেল্ফ এটেস্টেড করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট দপ্তরের অফিসে সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ▶ The Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.-Vivekanandanagar, District: Purulia, West Bengal, PIN- 723147
আবেদনের শেষ তারিখ ▶ ২০ই জুলাই ২০২৩
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➼
অফিশিয়াল নোটিফিকেশন ১ | ডাউনলোড |
অফিশিয়াল নোটিফিকেশন ২ | ডাউনলোড |
আবেদন ফর্ম ১ | ডাউনলোড |
আবেদন ফর্ম ২ | ডাউনলোড |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box