দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির সুযোগ ২০২৩ | মাসিক বেতন ৫৬,১০০ টাকা
DVC-তে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় পাঠকেরা,
দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➳ PLR/60/LO/PG CLAT/2023/11
পদের নাম ➳ Executive Trainee (LAW)
মোট শূন্যপদ ➳ ০৪ টি।
- UR : ০৩ টি।
- OBC : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ➳ BCI অথবা অন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➳ প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➳ ৫৬,১০০/- থেকে ১,৭৭,৫০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ➳ SC, ST, PWD, Ex-SM ছাড়া অন্যান্য প্রার্থীদের এককালীন ৩০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদন পদ্ধতি ➳ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➳ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➺
আবেদন প্রক্রিয়া শুরু | ৪ই জুলাই ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৩শে জুলাই ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➺
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box