ভারতীয় রেলের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ | মাধ্যমিক পাশে আবেদন করুন
ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় পাঠকেরা,
ভারতীয় রেলের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে প্রশিক্ষণের মাধ্যমে ১১০৪টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসশিপ পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
এই প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➺ NER/RRC/Act Apprentice/2022-23
প্রশিক্ষণের নাম ➺ Apprenticeship (অ্যাপ্রেন্টিসশিপ)
মোট শূন্যপদ ➺ ১১০৪ টি।
- UR : ৫৬৪ টি।
- SC : ১৬৫ টি।
- ST : ৮১ টি।
- OBC : ২৯৪ টি।
- EWS : ১১০ টি।
যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে ➺
- Fitter.
- Welder.
- Carpenter.
- Painter.
- Electrician.
শিক্ষাগত যোগ্যতা ➺ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং সঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➺ ২রা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
মাসিক স্টাইপেন্ড ➺ প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ➺ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➺
আবেদন প্রক্রিয়া শুরু | ৩রা জুলাই ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২রা আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➺
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box