Breaking





Tuesday, July 04, 2023

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 | Central Bank of India manager Recruitment 2023

১,০০০ শূন্যপদে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ | ১৫ই জুলাই পর্যন্ত আবেদন চলবে 

১,০০০ শূন্যপদে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ | ১৫ই জুলাই পর্যন্ত আবেদন চলবে
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
প্রিয় বন্ধুরা,
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (CBI)-র তরফে Central Bank of India manager Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে 1000টি শূন্যপদে ম্যানেজার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামManager Scale II (Mainstream)

মোট শূন্যপদ১০০০ টি।
  • GEN : ৪০৫ টি।
  • SC : ১৫০ টি।
  • ST : ৭৫ টি।
  • OBC : ২৭০ টি।
  • EWS : ১০০ টি।

শিক্ষাগত যোগ্যতা ☛ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ☛ ৩১শে মে ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন৪৮,১৭০/- থেকে ৬৯,৮১০/- টাকা।

আবেদন ফি বা মূল্য
  • GEN, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা + ১৮% GST.
  • SC, ST, PWD এবং Woman প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা + ১৮% GST.

আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ☛ প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১লা জুলাই ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৫ই জুলাই ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box