রাজ্যর কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ 2023 | মাসিক বেতন ১৫,০০০ টাকা
![]() |
কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023 |
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে স্নাতক পাশে অ্যাকাউন্টেন্ট ও ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➟ 132/SW(KP)/MSD/23
- পদের নাম ➟ Accountant (অ্যাকাউন্টেন্ট)
- মোট শূন্যপদ ➟ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স বিভাগের একাউন্টেন্সি বিষয়ে পাশ করে থাকতে হবে। এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➟ প্রার্থীর বয়স নুন্যতন ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ ১৫,০০০/- টাকা।
- পদের নাম ➟ Data Manager (ডাটা ম্যানেজার)
- মোট শূন্যপদ ➟ ০৮ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে পাশ করে থাকতে হবে। এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➟ প্রার্থীর বয়স নুন্যতন ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ ১১,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➟ অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে নির্ভুল ভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজস্ব স্বাক্ষর করা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট দপ্তরের ড্রপবক্সে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➟ Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Collectorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, PfN- 742101
নিয়োগ পদ্ধতি ➟ লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন প্রক্রিয়া শেষ | ৪ই আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box