রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে চাকরির সুযোগ 2023 | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে অফিসার-ইন-চার্জ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☛ 2492(23)-WCD-17016/1/2022
- পদের নাম ☛ Officer-in-Charge
- মোট শূন্যপদ ☛ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ☛ ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে LLB অথবা Psychology, Social Work বা Social Science বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
- বয়সসীমা ☛ প্রার্থীর বয়স নুন্যতন ২৭ থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ☛ প্রতিমাসে ৩৩,১০০/- টাকা।
- পদের নাম ☛ House Mother
- মোট শূন্যপদ ☛ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ☛ ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ☛ প্রার্থীর বয়স নুন্যতন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ☛ প্রতিমাসে ১৪,৫৬৪/- টাকা।
আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ☛ জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে নির্ভুল ভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজস্ব স্বাক্ষর করা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ☛ Social Welfare Section, Office of the District Magistrate, Nadia, Krishnanagar, Pin 741101
নিয়োগ পদ্ধতি ☛ লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ☛
আবেদন প্রক্রিয়া শুরু | ৭ই জুলাই ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৭ই আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ☛
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box