Breaking





Thursday, July 27, 2023

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2023 | WBPDCL Technician Apprentice Recruitment 2023

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ | মাসিক স্টাইপেন্ড ৯০০০ টাকা 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ | মাসিক স্টাইপেন্ড ৯০০০ টাকা
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2023
প্রিয় পাঠকেরা,
ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

এই প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারWBPDCL/Apprentice/2023/01

  • পদের নামTechnician Apprentice (Graduate in Engineering)
  • মোট শূন্যপদ৩০ টি (UR : ১৬ টি, SC : ০৭ টি, ST : ০৩ টি, OBC : ০৪ টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ☞ AICTE দ্বারা স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, মাইনিং -এ স্নাতক পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারীর বয়সসীমা ☞প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক স্টাইপেন্ড ☞ Apprenticeship Act 1961 অনুযায়ী ৯০০০/- টাকা।

  • পদের নামTechnician Apprentice (Diploma in Engineering)
  • মোট শূন্যপদ৩০ টি (UR : ১৪ টি, SC : ০৭ টি, ST : ০৩ টি, OBC : ০৬ টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ☞ AICTE দ্বারা স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট বা পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা পরিষদ দ্বারা স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্সট্রুমেন্টেশনে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারীর বয়সসীমা ☞প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক স্টাইপেন্ড ☞ Apprenticeship Act 1961 অনুযায়ী ৮০০০/- টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১লা আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২১শে আগস্ট ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box