রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চাকরির সুযোগ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ 2023 |
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যের জেলা ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➼ 3387
- পদের নাম ➼ Community Health Assistant
- মোট শূন্যপদ ➼ ০৪ টি (UR : ০২ টি, SC : ০১ টি, OBC : ০১ টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➼ ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স করা থাকতে হবে।
- আবেদনকারীর বয়সসীমা ➼ প্রার্থীর বয়স নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➼ ১৩,০০০/- টাকা।
- পদের নাম ➼ Medical Officer
- মোট শূন্যপদ ➼ ০৪ টি (UR : ০২ টি, SC : ০১ টি, OBC : ০১ টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➼ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) পাশ করা চাকরিপ্রার্থীদের নূন্যতম ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারীর বয়সসীমা ➼ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➼ ৬০,০০০/- টাকা।
- পদের নাম ➼ Laboratory Technician
- মোট শূন্যপদ ➼ ০৪ টি (UR : ০২ টি, SC : ০১ টি, OBC : ০১ টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➼ ভৌতবিজ্ঞান, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
- আবেদনকারীর বয়সসীমা ➼ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➼ ২২,০০০/- টাকা।
- পদের নাম ➼ Staff Nurse
- মোট শূন্যপদ ➼ ০৪ টি (UR : ০২ টি, SC : ০১ টি, OBC : ০১ টি।)
- শিক্ষাগত যোগ্যতা ➼ ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স সম্পন্ন করা অথবা বিএসসি নার্সিং পাশ করে থাকতে হবে।
- আবেদনকারীর বয়সসীমা ➼ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➼ ২৫,০০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ➼
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা।
- অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা।
আবেদন পদ্ধতি ➼ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➼ নীচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট বিভাগীয় অফিসে সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➼ The Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post+Dist- Bankura - 722101
গুরুত্বপূর্ণ তারিখ ➼
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৭ই আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➼
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box