ভারতীয় রেলে লোকো পাইলট পদে চাকরির সুযোগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
ভারতীয় পূর্ব রেলের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ⇨ RRC/ER/GDCE/01/2023
পদের নাম ⇨ ALP & Technicians & Jes & Train Manager
মোট শূন্যপদ ⇨ ৬৯৮ টি।
- Tech-III(Tele) - ২১ টি
- Tech-III(Signal) - ১৭ টি
- Tech-III(EMU) - ২০ টি
- Tech-III Elect/Train Lighting - ৫ টি
- Tech-III Elect/Power - ৩ টি
- Tech-III (General)/Elect - ১ টি
- Tech-III (Fitter)/ Mech. C&W - ৮ টি
- Tech-III(Dsl.)/Mech - ৭ টি
- Tech-III/Dsl./Elect - ৪ টি
- Tech-III/Fitter/Loco - ১ টি
- Assistant Loco Pilot - ৩৯০ টি।
- Tech-III(Tele) - ৪ টি।
- Tech-III(Signal) - ৮ টি।
- JE (Tele) - ৫ টি।
- JE(Signal) - ৬ টি।
- JE (Permanent Way) - ১৮ টি।
- JE (Works) - ১৮ টি।
- JE(Bridge) - ৬ টি।
- JE/Elect/TRS - ১৩ টি।
- JE/Elect/EMU - ৮ টি।
- JE/Elect/TRD - ১০ টি।
- JE/Elect/General Service - ৮ টি।
- JE /Carriage & Wagon - ২ টি।
- JE/Mech/ (Power)/ Loco - ৬ টি।
- JE/Diesel Mechanical - ১০ টি।
- JE/Diesel Electrical - ৭ টি।
- Train Manager - ৮৩ টি।
শিক্ষাগত যোগ্যতা ⇨ ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ, আইটিআই ট্রেড ডিগ্রী থেকে শুরু করে উচ্চতর যোগ্যতায় নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা ⇨ ১লা জানুয়ারি ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি ⇨ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ⇨
- কম্পিউটার বেসড টেস্ট (CBT)।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিকেল এক্সামিনেশন।
- ইন্টারভিউ।
গুরুত্বপূর্ণ তারিখ ⇨
আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে জুলাই ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৩০শে আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ⇨
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box