Breaking





Wednesday, August 02, 2023

মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ | AAI Cargo Logistics and Allied Services Company Trolley Retriever Recruitment

মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ 2023 | মাসিক বেতন ২১,৩০০ টাকা 

মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ 2023 | মাসিক বেতন ২১,৩০০ টাকা
এয়ারপোর্টে কর্মী নিয়োগ 2023
সুপ্রিয় বন্ধুরা,
এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ট্রলি রেট্রিয়েভের পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারAAICLAS/HR/CHQ/Rect./TR/2023

পদের নামTrolley Retriever (ট্রলি রেট্রিয়েভের)

মোট শূন্যপদ১০৫ টি।
  • General : ৪৪ টি।
  • OBC : ২৮ টি।
  • SC : ১৫ টি।
  • ST : ৭ টি।
  • EWS : ১১ টি।

শিক্ষাগত যোগ্যতা ☛ ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। আবেদনকারীদের উচ্চতা হতে হবে নূন্যতম ১৬৭ সেমি এবং ওজন হতে হবে নূন্যতম ৫৫ কেজি।

আবেদনকারীর বয়সসীমা ☛ ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ☛ বেসিক পে ১০,০০০/- টাকা সহ অন্যান্য পে এলাউন্স মিলিয়ে মোট ২১,৩০০/- টাকা।

আবেদন ফি বা মূল্য ☛ আবেদনকারীদের এককালীন ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২রা আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৩১শে আগস্ট ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box