রাজ্যে ২১২৭ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
৩০,০৪১ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
ভারতীয় ডাক বিভাগের তরফে জিডিএস তথা গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে মোট 30,041টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➣ No.17-67/2023-GDS
পদের নাম ➣ গ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ ➣ ৩০,০৪১টি। (পশ্চিমবঙ্গের জন্য ২,১২৭টি।)
- UR : ১৩৬১৮ টি।
- OBC : ৬০৫১ টি।
- SC : ৪১৩৮ টি।
- ST : ২৬৬৯ টি।
- EWS : ২৮৪৭ টি।
- PWD(A) : ১৯৫ টি।
- PWD(B) : ২২০ টি।
- PWD(C) : ২৩৩ টি।
- PWD(DE) : ৭০ টি।
শিক্ষাগত যোগ্যতা ➣ প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা ➣
- কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- সাইকেল চালানো জানতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➣ প্রার্থীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD শ্রেণীভুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন ➣
- ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) পদের ক্ষেত্রে ১২,০০০/- থেকে ২৯,৩৮০/- টাকা।
- অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) / ডাক সেবক পদের ক্ষেত্রে ১০,০০০/- থেকে ২৪,৪৭০/- টাকা।
আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য ➣
- UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা।
- মহিলা প্রার্থী, SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ➣
আবেদন প্রক্রিয়া শুরু | ৩রা আগস্ট ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৩শে আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➣
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
শূন্যপদের বিস্তারিত | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box