প্রচুর শূন্যপদে ব্যাংকে চাকরির সুযোগ | ২১শে আগস্ট পর্যন্ত আবেদন চলবে
![]() |
৪৪৫১টি শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)-র তরফে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিতে কয়েক হাজার কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে ৪,৪৫১টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ↬
- Specialist Officer
- Probationary Officers
- Management Trainees
যেসমস্ত ব্যাংকে কর্মী নিয়োগ করানো হবে ↬
- Bank of Baroda (BOB)
- Canara Bank (CNB)
- Indian Overseas Bank (IOB)
- UCO Bank (UCO)
- Bank of India (BOI)
- Central Bank of India (CBI)
- Punjab National Bank (PNB)
- Union Bank of India (UBI)
- Bank of Maharashtra (BOM)
- Indian Bank (INB)
- Punjab and Sind Bank (PSB)
মোট শূন্যপদ ↬ Probationary Officers, Management Trainees - ৩,০৪৯ টি।
- UR : ১২২৪ টি।
- SC : ৪৬২ টি।
- ST : ২৩৪ টি।
- OBC : ৮২৯ টি।
- EWS : ৩০০ টি।
Specialist Officer ↬ ১৪০২ টি।
- UR : ৫৭৭ টি।
- SC : ২০৮ টি।
- ST : ১০১ টি।
- OBC : ৩৭৭ টি।
- EWS : ১৩৯ টি।
শিক্ষাগত যোগ্যতা ↬ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগের বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ↬ ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি ↬ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য ↬
- General, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা।
- SC, ST এবং PwD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ ↬
আবেদন প্রক্রিয়া শুরু | ১লা আগস্ট ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২১শে আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ↬
অফিশিয়াল নোটিফিকেশন ১ | ডাউনলোড |
অফিশিয়াল নোটিফিকেশন ২ | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box