Breaking





Monday, August 21, 2023

রাজ্যের সরকারি দপ্তরে সুপারভাইজার নিয়োগ | Hindustan Copper Limited Supervisors Recruitment 2023

কলকাতা হিন্দুস্তান কপার লিমিটেডে সুপারভাইজার পদে চাকরির সুযোগ | মাসিক বেতন ৩০,০০০ টাকা 

কলকাতা হিন্দুস্তান কপার লিমিটেডে সুপারভাইজার পদে চাকরির সুযোগ | মাসিক বেতন ৩০,০০০ টাকা
রাজ্যের সরকারি দপ্তরে সুপারভাইজার নিয়োগ
প্রিয় পাঠকেরা,
কলকাতা হিন্দুস্তান কপার লিমিটেডের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাইনিং, সার্ভে, মেকানিকাল ও ইলেকট্রিকাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারEstt./1/2018/2023-24

পদের নাম
  • Mining (মাইনিং)।
  • Survey (সার্ভে)।
  • Mechanical (মেকানিক্যাল)।
  • Electrical Supervisors (ইলেকট্রিকাল সুপারভাইজার)।

মোট শূন্যপদ৬৫ টি।
  • Mining : ৪৯ টি।
  • Survey : ০২ টি।
  • Mechanical : ০২ টি।
  • Electrical : ০৮ টি।
  • Company Secretary : ০২ টি।
  • Finance : ০১ টি।
  • HR : ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা ⊶ ডিল্পোমা অথবা ব্যাচেলার ডিগ্রী ইন মাইনিং, সার্ভে, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী সহ নূন্যতম ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে (Mining, Survey, Mechanical, Electrical) চাকরির জন্য আবেদন করতে পারবেন। আইসিএসআই পরীক্ষায় উত্তীর্ণ, চাটার্ড একাউন্টেন্ট অথবা এইচআর এবং এমবিএ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী ধারী চাকরিপ্রার্থীরাও সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে (Company Secretary, Finance, HR) আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা ⊶ প্রার্থীর বয়স নূন্যতম ২৩ থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন৩০,০০০/- থেকে ১,২০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ⊶ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ⊶ একটি মুখবন্ধ খামে পূরণকরা আবেদনপত্র, নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে একটি মুখবন্ধ খামে ভরে অফিসের নির্দিষ্ট দপ্তরে সঠিক সময়ের মধ্যে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ⊶ General Manager (HR) Hindustan Copper Limited, Tamra Bhavan, 1, Ashutosh Chowdhury Avenue, Kolkata – 700019.

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১৪ই আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৩ই সেপ্টেম্বর ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box