Breaking





Wednesday, August 16, 2023

ভারতীয় রেলে কর্মী নিয়োগ | Northern Railway Senior Technical Associate Recruitment 2023

ভারতীয় রেলে সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ | মাসিক বেতন ৩৭০০০ টাকা 

ভারতীয় রেলে সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ | মাসিক বেতন ৩৭০০০ টাকা
ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2023
সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় নর্থার্ন রেলের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার ⋗ 754-E/ Tech.Staff/Cons./ Contractual Rectt./2023

  • পদের নামসিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (সিভিল)।
  • মোট শূন্যপদ৬০ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ⋗ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ⋗ প্রার্থীর বয়স ২০ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

  • পদের নামসিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল)।
  • মোট শূন্যপদ২০ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ⋗ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ⋗ প্রার্থীর বয়স ২০ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

  • পদের নামসিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (সিগন্যাল এন্ড টেলিকম)।
  • মোট শূন্যপদ১৩ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ⋗ ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা এম.এসসি ইলেকট্রনিক্স-এ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ⋗ প্রার্থীর বয়স ২০ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন
  • Z Class : ৩২০০০/- টাকা।
  • Y Class : ৩৪০০০/- টাকা।
  • X Class : ৩৭০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ⋗ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি বা মূল্য ⋗ ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC/ST/মহিলা প্রার্থীদের কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।

নিয়োগ কাল ⋗ বাছাই প্রার্থীদের চুক্তির ভিত্তিতে ১ বছরের জন্য নিয়োগ করা হবে অথবা প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১১ই আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২৮শে আগস্ট ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box