Breaking





Saturday, August 12, 2023

পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগ ২০২৩ | WBP Data Entry Operator Recruitment 2023

WBP-তে DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি | ৩১শে আগষ্ট পর্যন্ত আবেদন চলবে 

WBP-তে DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি | ৩১শে আগষ্ট পর্যন্ত আবেদন চলবে
WBP-তে DEO পদে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
রাজ্য পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগের তরফে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে স্নাতক পাশে DEO পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামData Entry Operator (ডাটা এন্ট্রি অপারেটর)।

মোট শূন্যপদ০৫ টি।

শিক্ষাগত যোগ্যতা ⋑ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশান ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ⋑ ১লা অক্টোবর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন১৬,০০০/- টাকা।

আবেদন ফি বা মূল্য ⋑ উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি ⋑ ইচ্ছুক প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ⋑ নীচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র টি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে PDF আকারে (deo23telecomhq@gmail.com) Email করতে হবে অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা নিজে উপস্থিত হয়ে দপ্তরের নির্দিষ্ট অফিসে সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা ⋑ The Director General of Police, Telecommunication(HQ), West Bengal, 3, Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata, PIN – 700040.

নিয়োগ পদ্ধতি
  • কম্পিউটার টাইপ টেস্ট।
  • ইন্টারভিউ।

নিয়োগ কাল ⋑ চুক্তির ভিত্তিতে প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করানো হবে। পরবর্তী সময়ে ডিজিপি, টেলিকমিউনিকেশনের অফিস দ্বারা পর্যালোচনা করে নিয়োগের সময়সীমা বাড়ানো হতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১০ই আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৩১শে আগষ্ট ২০২৩

✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box