রাজ্যে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে চাকরির সুযোগ | অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2023 |
প্রিয় পাঠকেরা,
রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার Hoogly District Anganwadi Karmi Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে 155টি শূন্যপদে অঙ্গনওয়াড়ী কর্মী ও অঙ্গনওয়াড়ী সহায়িকা নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আরো তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ☞
- Anganwadi Karmi (অঙ্গনওয়াড়ি কর্মী)।
- Anganwadi Sahayika (অঙ্গনওয়াড়ি সহায়িকা)।
মোট শূন্যপদ ☞ ১৫৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞
- অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হতে হবে
- অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ☞ অফিশিয়াল ওয়েবসাইট hooghly.nic.in -এ ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশানে থাকা অনলাইন আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। প্রতিটি প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে। আবেদন জানানোর সময় আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটো, নিজের স্বাক্ষর, জাতি শংসাপত্র ইত্যাদি নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
নিয়োগ স্থান ☞ হুগলি জেলার পাণ্ডুয়া, জাঙ্গীপাড়া, খানাকুল ও হরিপালের বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নিয়োগ করানো হবে।
নির্বাচন প্রক্রিয়া ☞ সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা ৯০ নম্বরের। লিখিত পরীক্ষায় পাশ করলে তবে মৌখিক পরীক্ষার প্রবেশধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের।
নিয়োগ পরীক্ষার পাঠ্যক্রম ☞
- (ক) মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী) : পূর্ণমান ⇨ ১৫
- (খ) পাটি গণিত (অষ্টম শ্রেণী) : পূর্ণমান ⇨ ২০
- (গ) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন : পূর্ণমান ⇨ ১৫
- (ঘ) ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ (অষ্টম/নবম শ্রেণী) : পূর্ণমান ⇨ ২০
- (ঙ) সাধারণ জ্ঞান : পূর্ণমান ⇨ ২০
গুরুত্বপূর্ণ তারিখ ☞
আবেদন প্রক্রিয়া শুরু | ১০ই আগস্ট ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশন গুলি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box