রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ 2023 | মাসিক বেতন ২০,০০০ টাকা
![]() |
স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় পাঠকগণ,
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে 1500টি শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার্স পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ⤏ SHFWS/2023/286
পদের নাম ⤏ Community Health Officers (কমিউনিটি হেলথ অফিসার্স)
মোট শূন্যপদ ⤏ ১,৫০০ টি।
- UR - ৭৮০ টি।
- SC - ৩৩০ টি।
- ST - ৯০ টি।
- OBC (A) - ১৫০ টি।
- OBC (B) - ১০৫ টি।
- PwD - ৪৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ⤏ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং পাশ করে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা ⤏ প্রার্থীদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ⤏ ১লা জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ⤏ ২০,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি ⤏ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য ⤏
- অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা।
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা।
নিয়োগ পদ্ধতি ⤏
- লিখিত পরীক্ষা।
- ইন্টারভিউ।
গুরুত্বপূর্ণ তারিখ ⤏
আবেদন প্রক্রিয়া শুরু | ৯ই আগস্ট ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২০ই আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ⤏
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box