দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির সুযোগ | মাসিক বেতন ৬০,০০০ টাকা
![]() |
DVC-তে কর্মী নিয়োগ 2023 |
নমস্কার বন্ধুরা,
দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রচুর শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনীস (টেকনিক্যাল) নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ⋑ PLR-MT(T)/BPSCL/GATE-2022/09
পদের নাম ⋑ Management Trainees (Technical)
মোট শূন্যপদ ⋑ ১৭ টি।
- UR - ০৯ টি।
- SC - ০২ টি।
- ST - ০১ টি।
- OBC - ০৪ টি।
- EWS - ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ⋑ Mechanical Engineering, Electrical Engineering অথবা Instrumentation Engineering এবং Communication Engineering বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের ডিগ্রী পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ⋑ আবেদনের অন্তিম তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ⋑ ৫০,০০০/- থেকে ১,৬০,০০০/- টাকা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের ট্রেনিংয়ের পর স্থায়ী নিযুক্তির ক্ষেত্রে ৬০,০০০/- থেকে ১,৮০,০০০/- টাকা বেতন প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি ⋑ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য ⋑
- GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা।
- SC, ST, PWD এবং Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ⋑
আবেদন প্রক্রিয়া শুরু | ২৬শে জুলাই ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৭ই আগস্ট ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ⋑
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box