Breaking





Monday, August 07, 2023

SSC-র মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগ 2023 | SSC Stenographer Recruitment 2023

SSC-র মাধ্যমে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন 

SSC-র মাধ্যমে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
SSC-র মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
স্টাফ সিলেকশন কমিশনে (SSC)-র তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে 1207টি শূন্যপদে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারHQ-PPII010/1/2023-PP_II

পদের নামStenographer
  • Grade - C
  • Grade - D

মোট শূন্যপদ  ১২০৭ টি।
  • UR : ৫৪৮ টি।
  • SC : ১৭৮ টি।
  • ST : ৯১ টি।
  • OBC : ২৯৪ টি।
  • EWS : ৯৬ টি।

শিক্ষাগত যোগ্যতা ➳ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। স্টেনোগ্রাফিতে নির্দিষ্ট ডিগ্রী অথবা কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা
  • Grade-C পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • Grade-D পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন
  • Grade-C পদের ক্ষেত্রে ৪,৬০০/- টাকা অথবা ৪,২০০/- টাকা অন্যান্য ভাতা উপলব্ধ আছে।
  • Grade-D পদের ক্ষেত্রে ২,৪০০/- টাকা এবং অন্যান্য ভাতা উপলব্ধ আছে।

আবেদন পদ্ধতি ➳ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি বা মূল্য
  • GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা।
  • SC, ST, Women, Ex-servicemen এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি
  • কম্পিউটার বেসড পরীক্ষা।
  • স্কিল টেস্ট।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন।
  • মেডিকেল টেস্ট।
  • ইন্টারভিউ।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১লা আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২৩শে আগস্ট ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box