ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ |
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে 480 শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে কর্মী নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☞ 04/2023
পদের নাম ☞ Food Sub Inspector (ফুড সাব ইন্সপেক্টর)।
মোট শূন্যপদ ☞ ৪৮০ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞ প্রার্থীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও বাংলা অথবা নেপালি ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন ☞ পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ☞ আবেদন ফি বাবদ ১১০/- টাকা ধার্য করা হয়েছে। তবে SC, ST এবং PwD প্রার্থীদের কোনোপ্রকার টাকা দিতে হবেনা।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ☞
① লিখিত পরীক্ষা।
② পার্সোনালিটি টেস্ট।
গুরুত্বপূর্ণ তারিখ ☞
আবেদন প্রক্রিয়া শুরু | ২৩শে আগস্ট ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২০শে সেপ্টেম্বর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box