Breaking





Tuesday, September 12, 2023

রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ 2023 | WBNUJ Multi Tasking Staff Recruitment 2023

রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ বিজ্ঞপ্তি | মাধ্যমিক পাশে আবেদন করুন 

রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ বিজ্ঞপ্তি | মাধ্যমিক পাশে আবেদন করুন
মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ 2023
প্রিয় পাঠকেরা,
ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের পক্ষ থেকে WBNUJ Multi Tasking Staff Recruitment 2023 প্রকাশ হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় Multi Tasking Staff পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার2023/01/Admin

পদের নামMTS (Multi Tasking Staff)

মোট শূন্যপদ০৫ টি।
  • UR : ০৩ টি।
  • SC : ০১ টি।
  • ST : ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা ➔ যেকোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➔ প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➔ পে লেভেল ৭ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

আবেদন ফি বা মূল্য
  • SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে ১৫০০/- টাকা।
  • অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ২০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ➔ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➔ পোস্টের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বয়সের প্রমাণপত্র সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➔ The West Bengal National University Juridical Service, Dr. Ambedkar Bhavan, 12 LB Block, Sector III, Salt Lake, Kolkata- 700106

আবেদনের শেষ তারিখ১৫ই সেপ্টেম্বর ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box