রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে Reserve Bank of India Assistant Recruitment 2023 প্রকাশ হয়েছে। যেখানে মোট 450 শূন্যপদে RBI Assistant পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ✒ RBI Assistant
মোট শূন্যপদ ✒ ৪৫০ টি।
- UR : ২৪১ টি।
- SC : ৪৫ টি।
- ST : ৫৬ টি।
- OBC : ৭১ টি।
- EWS : ৩৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ✒ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নাম্বার সহ স্নাতক পাশ করে থাকতে হবে। চাকরিপ্রার্থীদের কম্পিউটার অপারেটিং সম্বন্ধে নূন্যতম ধারণা থাকাতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ✒ ১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ✒ ২০,৭০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ✒
- SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা + ১৮% GST.
- অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৫০/- টাকা + ১৮% GST হিসাবে আবেদন ফ্রি ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি ✒ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ✒
➀ প্রিলিমিনারি পরীক্ষা।
➁ মেইন পরীক্ষা।
পরীক্ষার ধরন ✒
➀ প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের।
➁ মেইন পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের।
গুরুত্বপূর্ণ তারিখ ✒
আবেদন প্রক্রিয়া শুরু | ১৩ই সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৪ঠা অক্টোবর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ✒
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box