Breaking





Friday, September 15, 2023

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ | Indian railways apprentice Recruitment 2023

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি 2023 | মাধ্যমিক পাশে আবেদন করুন 

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি 2023 | মাধ্যমিক পাশে আবেদন করুন
3115 শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ
প্রিয় বন্ধুরা,
ভারতীয় রেলের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে 3115টি শূন্যপদে Apprentice নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারRRC-ER/Act Apprentices/2023-24

পদের নামApprentice (অ্যাপ্রেন্টিস)।
  • ফিটার।
  • ওয়েল্ডার।
  • মেকানিস্ট।
  • কার্পেন্টার।
  • প্রিন্টার।
  • ফায়ারম্যান।
  • ইলেকট্রিশিয়ান।
  • টার্নার।
  • ইত্যাদি।

মোট শূন্যপদ৩,১১৫ টি।

শূন্যপদের বিন্যাস
  • Howrah Division : 659
  • Liluah Division : 612
  • Sealdah Division : 440
  • Kanchrapara Workshop : 187
  • Malda Division : 138
  • Asansol Division : 412
  • Jamalpur Workshop : 667

শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডগুলিতে ITI Course করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➟ প্রার্থীর বয়স নূন্যতম ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

আবেদন ফি বা মূল্য
  • UR, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা।
  • SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৭শে সেপ্টেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২৬শে অক্টোবর ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box