৬০০ শূন্যপদে IDBI ব্যাংকে চাকরির সুযোগ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
IDBI ব্যাংকে কর্মী নিয়োগে 2023 |
প্রিয় পাঠকেরা,
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকের তরফে IDBI Bank Assistant Manager Recruitment 2023 প্রকাশ হয়েছে। যেখানে মোট 600 শূন্যপদে Assistant Manager পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☞ 8 /2023-24
পদের নাম ☞ Assistant Manager (অ্যাপ্রেন্টিস)।
মোট শূন্যপদ ☞ ৬০০ টি।
শূন্যপদের বিন্যাস ☞
- UR : ২৪৩ টি।
- SC : ৯০ টি।
- ST : ৪৫ টি।
- EWS : ৬০ টি।
- OBC : ১৬২ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞ যেকোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ☞ প্রার্থীর বয়স নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন ফি বা মূল্য ☞
- UR, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা।
- SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ☞
আবেদন প্রক্রিয়া শুরু | ১৫ই সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৩০শে সেপ্টেম্বর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box