Breaking





Thursday, September 07, 2023

৬,১৬০ শূন্যপদে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | State Bank of India Graduate Apprentice Recruitment 2023

ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে স্টাইপেন্ড সহ বিনামূল্যে প্রশিক্ষণ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন 

ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে স্টাইপেন্ড সহ বিনামূল্যে প্রশিক্ষণ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
৬,১৬০ শূন্যপদে SBI-তে কর্মী নিয়োগ
সুপ্রিয় পাঠকেরা,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র তরফে State Bank of India Graduate Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে প্রশিক্ষণের মাধ্যমে 6160 শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই প্রশিক্ষণে আবেদনের সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রশিক্ষণের নামGraduate Apprentice (গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস)।

মোট শূন্যপদ৬,১৬০ টি। (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩২৮টি)।
  • SC : ৯৮৯ টি।
  • ST : ৫১৪ টি।
  • OBC : ১৩৯৮ টি।
  • EWS : ৬০৩ টি।
  • UR : ২৬৬৫ টি।

প্রশিক্ষণের সময়সীমা বছর।

শিক্ষাগত যোগ্যতা ☛ প্রার্থীদের ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ☛ ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।  তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

মাসিক স্টাইপেন্ড১৫,০০০/- টাকা।

আবেদন ফি বা মূল্য
  • General, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা।
  • SC, ST, PwBD প্রার্থীদের ক্ষেত্রে কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ☛ প্রার্থীদের নির্বাচন করা হবে ২টি পদ্ধতির মাধ্যমে।
 Online Written Test
 Test of Local Language

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১লা সেপ্টেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২১শে সেপ্টেম্বর ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box