Breaking





Saturday, September 02, 2023

দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ 2023 | Delhi Police Constable Recruitment 2023

7547টি শূন্যপদে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন 

7547টি শূন্যপদে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
৭৫৪৭টি শূন্যপদে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ
প্রিয় পাঠকেরা,
স্টাফ সিলেকশন কমিশন (SSC)-র তরফে দিল্লি পুলিশে কনস্টেবল পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ৭৫৪৭ শূন্যপদে Constable (Executive) পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামDelhi Police Constable (Executive) Male and Female.

মোট শূন্যপদ৭,৫৪৭ টি।

শূন্যপদের বিন্যাস
  • UR : ৪৫৫টি।
  • EWS : ৮১০টি।
  • OBC : ৪২৯টি।
  • SC : ১৩০১টি।
  • ST : ৪৫২টি।

শিক্ষাগত যোগ্যতা ➢ প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➢ ১লা জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা।

আবেদন ফি বা মূল্য
  • UR এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। 
  • Female, SC, ST এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➢ ইইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি
  • প্রিলিমিনারি পরীক্ষা।
  • শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা।
  • মেন পরীক্ষা।
  • পার্সোনালিটি টেস্ট।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১লা সেপ্টেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৩০শে সেপ্টেম্বর ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box