কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | স্নাতক পাশে আবেদন করুন
KP SI & Sergeant recruitment 2023 |
প্রিয় পাঠকগণ,
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে Kolkata Police Sub Inspector নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে 169 শূন্যপদে Sub Inspector/Sub-Inspectress (Unarmed Branch) and Sergeant পদে কর্মী নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➟ WBPRB/NOTICE – 2023/29 (SI_KP-23)
পদের নাম ➟ Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch) and Sergeant
মোট শূন্যপদ ➟ ১৬৯ টি। (সাব ইন্সপেক্টর পুরুষ ১৫৬ টি, সাব ইন্সপেক্টর মহিলা ০৯ টি ও ইন্সপেক্টর ০৪টি।)
মহিলা এবং পুরুষ বিভাগের শূন্য পদের বিভাজন নিচে দেওয়া হলো ☟
শিক্ষাগত যোগ্যতা ➟ প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে। এবং আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে । যেসব প্রার্থীদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়।
শারীরিক যোগ্যতা ➟ পুরুষ, মহিলা এবং পাহাড়ি এলাকার আবেদনকারীদের শারীরিক যোগ্যতার মাপকাঠি ভিন্ন।
শারীরিক যোগ্যতার মাপকাঠি নিচে দেওয়া হলো ☟
আবেদনকারীর বয়সসীমা ➟ ১লা জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন ➟ পে লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ➟
- SC/ST প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন লাগবে না, কেবলমাত্র প্রসেসিং ফি হিসেবে ২০/- টাকা জমা করতে হবে।
- অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০/- টাকা + প্রসেসিং ফি ২০/- টাকা, মোট ২৭০/- টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➟ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (www.prb.wb.gov.in), পশ্চিমবঙ্গ পুলিশ (www.wbpolice.gov.in) অথবা কলকাতা পুলিশ (www.kolkatapolice.gov.in)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। নির্দেশ অনুযায়ী আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন আবেদন পত্র সাবমিট করার পর প্রাপ্ত শংসাপত্রটি ডাউনলোড করে নিতে হবে।
নিয়োগ পদ্ধতি ➟ মোট চারটি পর্যায়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করানো হবে।
- প্রিলিমিনারি পরীক্ষা।
- শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা।
- মেন পরীক্ষা।
- ইন্টারভিউ।
বিশেষ দ্রষ্টব্য ➟ আবেদন করার সময়ে যেকোনো প্রকারের সমস্যার সম্মুখীন হলে সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (7044108689 এবং 7044109346) এই মোবাইল নাম্বার গুলিতে সরাসরি ফোন করে নিজের সমস্যার সমাধান জানাতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু | ২৯শে আগস্ট ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৮ই সেপ্টেম্বর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box