SSC-তে গ্রূপ-সি পদে চাকরির সুযোগ ২০২৩ | মাসিক বেতন ৪৪,৯০০ টাকা
![]() |
SSC-এর মাধ্যমে গ্রূপ-সি কর্মী নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC)-র তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে 307টি শূন্যপদে জুনিয়র এবং সিনিয়র ট্রান্সলেশন অফিসার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ↦ Junior and Senior Translation Officer
মোট শূন্যপদ ↦ ৩০৭ টি।
শূন্যপদের বিন্যাস ↦
- SC : ৩৮ টি।
- ST : ১৪ টি।
- OBC : ৭২ টি।
- EWS : ২৬ টি।
- UR : ১৫৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ↦
- জুনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে ইংরেজি সহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী এবং ডিগ্রী স্তরে বাধ্যতামূলক ভাবে হিন্দি বিষয় থাকতে হবে। এছাড়াও হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের একটি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা অনুবাদের কাজে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে হিন্দি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সঙ্গে ঐচ্ছিক বা বাধ্যতামূলক হিসাবে ইংরেজি বিষয় থাকতে হবে। এছাড়াও হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের একটি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা অনুবাদের কাজে যেকোনো সরকারি অথবা সরকার অধিকৃত অফিসে কাজের ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ↦ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন ↦
- জুনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা।
- সিনিয়ার ট্রান্সলেটর পদের ক্ষেত্রে ৪৪,৯০০/- থেকে ১,৪২,৪০০/- টাকা।
আবেদন পদ্ধতি ↦ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য ↦ আবেদনকারীদের এককালীন ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি ↦
❶ কম্পিউটার বেসড পরীক্ষা (Paper-I)
❷ বর্ণনামূলক পরীক্ষার (Paper-II)
গুরুত্বপূর্ণ তারিখ ↦
আবেদন প্রক্রিয়া শুরু | ২২শে আগস্ট ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১২ই সেপ্টেম্বর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ↦
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box