কেন্দ্রীয় সরকারের ECIL দপ্তরে চাকরির সুযোগ ২০২৩ | মাসিক বেতন ৪০,০০০ টাকা
কেন্দ্রীয় সরকারের ECIL দপ্তরে কর্মী নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL)-এর তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে 163 শূন্যপদে Project Engineer, Technical Officer and Assistant Project Engineer পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➼
- Project Engineer
- Technical Officer
- Assistant Project Engineer
মোট শূন্যপদ ➼ ১৬৩ টি।
শিক্ষাগত যোগ্যতা ➼ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➼ ভিন্ন পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ভিন্ন রয়েছে।
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৩ বছর।
- টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
- অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ববয়স সর্বোচ্চ ২৫ বছর।
মাসিক বেতন ➼
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ৪০,০০০ টাকা।
- টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ২৫,০০০ টাকা।
- অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ২৪,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি ➼ ইইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➼ প্রার্থীদের নিজেদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সাম্প্রতিক বায়োডাটা, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি গুলি নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান ➼ বিভিন্ন শহরের ক্ষেত্রে ভিন্ন জায়গায় ইন্টারভিউর স্থান নির্দিষ্ট করা হয়েছে।
ইন্টারভিউর স্থানের তালিকাটি নিচে দেওয়া হলো ☟
গুরুত্বপূর্ণ তারিখ ➟
ইন্টারভিউ প্রক্রিয়া শুরু | ১লা সেপ্টেম্বর ২০২৩ |
ইন্টারভিউ প্রক্রিয়া শেষ | ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box