বাংলা জিকে স্টাডি পর্ব-২৯৮ | Bangla GK Study
জিকে স্টাডি |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে স্টাডি পর্ব-২৯৮ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Study
প্রশ্নঃ কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
উত্তরঃ ধর্মপাল
প্রশ্নঃ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে ?
উত্তরঃ ৬ ই আগস্ট ১৯৫২
প্রশ্নঃ কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) পরিকল্পনা করা হয়েছিল ?
উত্তরঃ টেনেসি ভ্যালি অথরিটি (TVA)
প্রশ্নঃ “অষ্টদিগগজ” গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন ?
উত্তরঃ কৃষ্ণদেব রায়
প্রশ্নঃ লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত ?
উত্তরঃ ১৫ জন
প্রশ্নঃ AGMARK কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তরঃ কৃষিদ্রব্য
প্রশ্নঃ দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
উত্তরঃ জালালউদ্দিন খলজী
প্রশ্নঃ কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?
উত্তরঃ জাবতি
প্রশ্নঃ কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
উত্তরঃ কচ্ছ
প্রশ্নঃ আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ?
উত্তরঃ 47
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box