বাংলা জিকে প্রস্তুতি পর্ব-২৯৭ | Bengali GK Prostuti
জিকে প্রস্তুতি |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে প্রস্তুতি পর্ব-২৯৭ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Prostuti
প্রশ্নঃ মার্গারেট নোবেল কার আসল নাম ?
উত্তরঃ ভগিনী নিবেদিতা
প্রশ্নঃ কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কবে ?
উত্তরঃ ১৮৫৯ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয় ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় ?
উত্তরঃ মাদুরাই
প্রশ্নঃ ভারতের ১নং জাতীয় জলপথ কোথা থেকে কোথা পর্যন্ত আছে ?
উত্তরঃ এলাহাবাদ থেকে হলদিয়া জলপথ
প্রশ্নঃ আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত ?
উত্তরঃ আজমির
প্রশ্নঃ পাহাড়ী বিছে কোন খেলোয়াড়ের ডাকনাম ?
উত্তরঃ বাইচুং ভুটিয়া
প্রশ্নঃ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর
প্রশ্নঃ মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় ?
উত্তরঃ অস্থি মজ্জা
প্রশ্নঃ গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box