Breaking





Sunday, March 20, 2022

জিকে গাইড পর্ব-৩০৪ || Daily GK Guide

জিকে গাইড পর্ব-৩০৪ || Daily GK Guide 

জিকে গাইড পর্ব-৩০৪ || Daily GK Guide
জিকে গাইড
প্রিয় পাঠকেরা,
আজকে আপনাদের সঙ্গে জিকে গাইড পর্ব-৩০৪ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Guide

প্রশ্নঃ সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে্ অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে কি বলা হয় ?
উত্তরঃ সম্পূর্ণ চেতনারহিত অবস্থা

প্রশ্নঃ “এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা” এটা কার নীতি ছিল ?
উত্তরঃ হিটলার

প্রশ্নঃ মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যেট আছে ?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ বাংলায় আদিনা মসজিদ কে নির্মান করেন ?
উত্তরঃ সুলতান সিকান্দার শাহ

প্রশ্নঃ পিটারমযা ্ন হিমাবাহ কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ গ্রীনল্যান্ড

প্রশ্নঃ কিশোর কবি কাকে বলা হয় ?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

প্রশ্নঃ কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ 4 বছর

প্রশ্নঃ ১ পারসেক সমান কত আলোকবর্ষ ?
উত্তরঃ ৩.২৬ আলোকবর্ষ

প্রশ্নঃ ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box