রাজ্যের সাব-ডিভিশন অফিসে ইন্টারভিউ দিয়ে চাকরি | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
রাজ্যের সাব-ডিভিশন অফিসে চাকরি |
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ হইতে Nadia Health Recruitment 2022 প্রকাশিত করা হয়েছে। নদীয়া জেলার হরিণঘাটা, চাকদহ, কল্যাণী এবং তেহট্ট ১নং ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কর্মী পদে নিয়োগ করানো হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। মাধ্যমিক পাশ শিক্ষিত যোগ্যতায় এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি নিবন্ধটি পড়ুন।
পদের নাম :
আশা কর্মী (ASHA- Accredited Social Health Activist)
মোট শূন্যপদ : ২২টি।
❏ ০১. হরিণঘাটা : ৬টি।
❏ ০২. চাকদহ : ৯টি।
❏ ০৩. কল্যাণী : ৬টি।
❏ ০৪. তেহট্ট ১নং ব্লক : ১টি।
শিক্ষাগত যোগ্যতা :
❏ আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে।
❏ কেবলমাত্র বিবাহিতা/ডিভোর্সী/বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।
❏ আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
❏ আরও বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।
আবেদনকারীর বয়সসীমা :
আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST আবেদনকারীরা ২২ বয়স থেকেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন :
৪,৫০০/- টাকা বেতন দেওয়া হবে এবং কাজের উপর ভিত্তি করে উৎসাহ ভাতা দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি :
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন ফি বা মুল্য :
উক্ত পদ গুলিতে আবেদনের জন্য কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি :
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন :
নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে। তারপর ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্রটি পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
নিজ নিজ এলাকার বিডিও অফিসের নির্দিষ্ট ড্রপ বাক্সে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
❏ বয়সের প্রমাণপত্র
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
❏ জাতিগত শংসাপত্র
❏ বসবাসের প্রমাণপত্র
❏ পাসপোর্ট সাইজের ছবি
❏ অন্যান নথিপত্র
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১৪ই অক্টোবর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১১ই নভেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :
হরিণঘাটা ব্লকের নোটিশ | ডাউনলোড |
চাকদহে ব্লকের নোটিশ | ডাউনলোড |
কল্যাণী ব্লকের নোটিশ | ডাউনলোড |
তেহট্ট ১নং ব্লকের নোটিশ | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box