Breaking





Saturday, October 22, 2022

রাজ্যের CID দপ্তরে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | West Bengal CID Recruitment Notification 2022

রাজ্যের CID দপ্তরে একাধিক শূন্যপদে চাকরি 2022 | মাসিক বেতন ৩৮,০০০ টাকা | অনলাইনে আবেদন চলছে 

রাজ্যের CID দপ্তরে একাধিক শূন্যপদে চাকরি 2022 | মাসিক বেতন ৩৮,০০০ টাকা | অনলাইনে আবেদন চলছে
রাজ্যের CID দপ্তরে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফে WB CID Recruitment 2022 Notification প্রকাশিত করা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার অপারেটর, সুপারভাইজার সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।


পদের নামExpert Level-II
মোট শূন্যপদ ➼ ০১ টি।
মাসিক বেতন ➼ ৩৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ➼ MCA/M.Sc/BE/B.Tech/ME/M.Tech এবং কাজের অভিজ্ঞতা।

পদের নামScientific Examiner
মোট শূন্যপদ ➼ ০৪ টি।
মাসিক বেতন ➼ ৩৬,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ➼ স্নাতকোত্তর এবং কাজের অভিজ্ঞতা।

পদের নামSupervisor Level-I
মোট শূন্যপদ ➼ ০২ টি।
মাসিক বেতন ➼ ৩৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ➼ MCA/M.Sc/BE/B.Tech/ME/M.Tech এবং কাজের অভিজ্ঞতা।

পদের নামSupervisor Level-III
মোট শূন্যপদ ➼ ১৬ টি।
মাসিক বেতন ➼ ২৭,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ➼ MCA/M.Sc/BE/B.Tech/ME/M.Tech এবং কাজের অভিজ্ঞতা।

পদের নামComputer Analyst
মোট শূন্যপদ ➼ ৪২ টি।
মাসিক বেতন ➼ ২০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ➼ PGDCA/B.Sc/BCA/DOEACC "A" Level Course.

পদের নামComputer Operator
মোট শূন্যপদ ➼ ০৩ টি।
মাসিক বেতন ➼ ১৩,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ➼ স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট।

পদের নামData Entry Operator
মোট শূন্যপদ ➼ ১১ টি।
মাসিক বেতন ➼ ১৩,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ➼ স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি ➼ লিখিত পরীক্ষা, প্রাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদন ফি বা মুল্য ➼ উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➼ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➼ নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নামে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর নির্ভুলভাবে ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিতে দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১৮ই অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২৫শে অক্টোবর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box