মাধ্যমিক পাশে কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাসিক বেতন ২১,৭০০ টাকা
![]() |
CISF-এ কনস্টেবল নিয়োগ |
সুপ্রিয় বন্ধুগণ,
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর পক্ষ হইতে CISF Constable Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৭৮৭টি শূন্যপদে কনস্টেবল পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➜ Canstable / Tradesmen
মোট শূন্যপদ ➜ ৭৮৭ টি। (পুরুষ-৬৪১, মহিলা-৬৯, EWS-৭৭)
যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে ➜ Cook, Cobble, Tailor, Barber, Washer-man, Sweerper, Painter, Mason, Plumber, Mali, Welder সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা ➜ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➜ ১লা আগস্ট ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➜ পে লেভেল অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
আবেদন ফি বা মূল্য ➜ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে এবং Women/ SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি ➜ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➜ www cisfrectt.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, সম্প্রতি তোলা ছবি (20kb to 50kb), সই (10kb to 20kb) সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
নিয়োগ পদ্ধতি ➜ প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ট্রেড টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।
- উচ্চতা - ১৭০ সেমি।
- বুকের ছাতি - ৮০-৮৫ সেমি। (কমপক্ষে ৫ সেমি ফুলাতে হবে)
মহিলা ➜
- উচ্চতা - ১৫৭ সেমি।
ওজন ➜ মেডিকেল টেস্ট অনুযায়ী উভয় প্রার্থীদের ওজোন নির্ধারণ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➜
আবেদন প্রক্রিয়া শুরু | ২১শে নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২০ই ডিসেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক ➜
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box