ন্যাশনাল হেলথ মিশনের অধীনে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
![]() |
ন্যাশনাল হেলথ মিশনে চাকরি |
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গের হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ হইতে Howrah NUHM MO Recruitment 2022 প্রকাশিত করা হয়েছে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং স্পেশালিষ্ট পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
- পদের নাম ☞ Specialist
- মোট শূন্যপদ ☞ ১২টি।
- বয়সসীমা ☞ ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬২ বছরের কম হতে হবে।
- মাসিক বেতন ☞ ৩৬,০০০/- টাকা।
- পদের নাম ☞ Medical Officer
- মোট শূন্যপদ ☞ ০৪টি।
- বয়সসীমা ☞ ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬২ বছরের কম হতে হবে।
- মাসিক বেতন ☞ ৬০,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা ☞ আবেদনকারীকে অবশ্যই MBBS পাশ হতে হবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
আবেদন ফি বা মূল্য ☞ উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ☞ নীচের লিংক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এরপর নির্ভুলভাবে আবেদন ফমর্টি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করতে হবে এবং সঠিক ঠিকানা নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ☞ ২২শে নভেম্বর ২০২২
- ইন্টারভিউয়ের সময় ☞ সকাল ১০টা
- ইন্টারভিউয়ের স্থান ☞ DRS Hall (1st Floor), Bungalow Office Campus of the CMOH, 11, Dr. P. K. Banerjee Road, Lichubagan, Howrah-711101
নিয়োগ পদ্ধতি ☞ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box