Breaking





Sunday, March 12, 2023

এয়ারপোর্ট ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রিনার পদে কর্মী নিয়োগ ২০২৩ | Airport Authority of India Security Screener Recruitment 2023

৪০০টি শূন্যপদে এয়ারপোর্ট ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ১৫,০০০ টাকা 

৪০০টি শূন্যপদে এয়ারপোর্ট ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ১৫,০০০ টাকা
এয়ারপোর্ট ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রিনার নিয়োগ
সুপ্রিয় পাঠকেরা,
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে Airport Authority of India Security Screener Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 400টি শূন্যপদে Security Screener পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার04/2023

পদের নামSecurity Screener (সিকিউরিটি স্ক্রিনার)

মোট শূন্যপদ৪০০ টি

শিক্ষাগত যোগ্যতা ➸ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➸ ১৯শে মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ➸ প্রতিমাসে ১৫,০০০ টাকা।

আবেদন ফি বা মূল্য ➸ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➸ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➸ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➸ প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ১৯শে মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box