Breaking





Saturday, March 11, 2023

সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৩ | M P Rajya Sahakari Bank Officers Recruitment 2023

৬৩৮টি শূন্যপদে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ 

৬৩৮টি শূন্যপদে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ
প্রিয় পাঠকেরা,
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের তরফে M P Rajya Sahakari Bank Officers Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 638টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ☞ Officers (Different Categories)

মোট শূন্যপদ ☞ ৬৩৮ টি।

যে সমস্ত পদে নিয়োগ করানো হবে ☞ Computer Programmer, Financial Analyst, Marketing Officer, Internal Auditor, Internal Inspector, Office Superintendent, Branch Inspector, Branch Manager, Assistant Chief Supervisor, Sub Engineer, Statistical Officer, Accountant, Computer Programmer

শিক্ষাগত যোগ্যতা ☞ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে (B.E/ B.Tech/ CA/ MBA/ Degree) করা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ☞ ৯ই এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ☞ পে লেভেল অনুযায়ী ৯,৩০০ থেকে ১,৩৫,১০০ টাকা।

আবেদন ফি বা মূল্য
  • Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা।
  • Gen/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।
  • SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ☞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ স্থান ☞ মধ্যপ্রদেশের রাজ্যের ৩৫ টি জেলার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ করানো হবে।

পরিক্ষা কেন্দ্র ☞ Bhopal, Indore, Gwalior, Jabalpur, Ujjain (Madhya Pradesh)

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১০ই মার্চ ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৯ই এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box