Breaking





Friday, March 10, 2023

রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | ESIC Assistant Professor Recruitment 2023

রাজ্যের কর্মচারী বিমা নিগমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ 

রাজ্যের কর্মচারী বিমা নিগমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩
কর্মচারী রাজ্য বিমা নিগমে নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যে কর্মচারী বিমা নিগমে (ESIC)-এর তরফে ESIC Assistant Professor Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৪৭টি শূন্যপদে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার 03/2023

পদের নাম
  • Professor (প্রফেসর)।
  • Associate professor (অ্যাসোসিয়েট প্রফেসর)।
  • Assistant Professor (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর)।

মোট শূন্যপদ ৪৭ টি।

শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MD/ MS/ DNB করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৯ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি বা মূল্য GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ২২৫ টাকা। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা Office of the Deam, ESI-PGIMSR & ESIC Medical College, Joka, Kolkata- 700104

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ২০ই মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন পত্র ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box