রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ২২,০০০ টাকা
![]() |
স্বাস্থ্য দপ্তরে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
রাজ্যের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে WB Health Department Laboratory Technician Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ✒ DH &FWS/DHHD/4003/2022-23
পদের নাম ✒ Laboratory Technician (ল্যাবরেটরি টেকনিশিয়ান)।
মোট শূন্যপদ ✒ ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা ✒ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry, Mathematics/ Biological Science-এ উচ্চমাধ্যমিক পাশ সহ Medical Laboratory Technology-তে ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ✒ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ✒ প্রতিমাসে ২২,০০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ✒ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ও SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। আবেদন মূল্য জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদন পদ্ধতি ✒ ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান ✒ Office of the CMOH, Diamond Harbour Health District.
ইন্টারভিউয়ের তারিখ ✒ ১৩ই মার্চ ও ১৪ই মার্চ ২০২৩
গুরুত্বপূর্ণ লিংক ✒
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন পত্র | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box