Breaking





Friday, September 24, 2021

WBP Constable Preliminary Practice Set 05 in Bengali PDF Download

WBP Constable Preliminary Practice Set 05 PDF | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF 

WBP Constable Preliminary Practice Set 05
পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট-০৫
নমস্কার বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সাহায্য করতে আজকে আপনাদের সঙ্গে WBP Constable Preliminary Practice Set 05 PDF টি শেয়ার করছি। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বাছাই করা ২৫টি GK+CA, ১৫টি অঙ্ক আর থাকছে ১০টি রিজনিং। যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে আগত WBP পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবেন।

           সুতরাং আর কোন রকম সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন, যাতে করে অফলাইনে প্র্যাকটিস করতে আপনাদের সুবিধে হয়।

WBP Constable Preliminary Practice Set 05

01. ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি ?
A. খাদি
B. রেশম
C. মসলিন
D. পপলিন

02. দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেনডেন্স বইটি কে লিখেছেন ?
A. বল্লভভাই প্যাটেল
B. বিনায়ক দামোদর সাভারকর
C. জে বি কৃপালিনী
D. কেশবচন্দ্র সেন

03. বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় ?
A. স্ট্রাটোস্ফিয়ার
B. আয়নোস্ফিয়ার
C. ট্রপোস্ফিয়ার
D. মেসোস্ফিয়ার

04. কে গ্রীক দূত মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠান ?
A. হর্ষবর্ধন
B. সমুদ্রগুপ্ত
C. পুরু
D. সেলুকাস

05. ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়েছিল ?
A. লর্ড ওয়াভেল
B. লর্ড ডালহৌসি
C. লর্ড ক্লাইভ
D. লর্ড কার্জন

06. সুপ্রিমকোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় ?
A. এক
B. দুই
C. তিন
D. চার

07. মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় ?
A. সৈয়দ আমীর আলী
B. মীরা সিন্ধিয়া
C. নানা ফড়নবিশ
D. মাধবরাও নারায়ণ

08. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে ?
A. মহাসচিব
B. রাষ্ট্রপতি
C. প্রধানমন্ত্রী
D. রাজ্যপাল

09. শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ নিম্নের কোনটি ?
A. অ্যাপেটাস
B. টাইটান
C. সর্টার
D. টেথিস

10. তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় ?
A. মুসৌরি
B. আলীগড়
C. মাদুরাই
D. চেন্নাই

11. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী মহামান্য নামে পরিচিত ?
A. মদন মোহন মালব্য
B. গোপালকৃষ্ণ গোখলে
C. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D. জ্যোতিবা ফুলে

12. আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছিলেন ?
A. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

13. কোন নদীর অপর নাম শাল নদী ?
A. মাতলা নদী
B. কোপাই নদী
C. যমুনা নদী
D. মালপ্রভা নদী

14. গিরনার পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
A. গুজরাট
B. পশ্চিমবঙ্গ
C. মণিপুর
D. উত্তর প্রদেশ

15. চেম্বার অফ ডেপুটিজ কোন দেশের সংসদের নাম ?
A. সুইডেন
B. জার্মানি
C. ফ্রান্স
D. গ্রিস

16. কোনো মহানগরের জনসংখ্যা নূন্যতম কত হতে হয় ?
A. ১ লক্ষ
B. ৫ লক্ষ
C. ১০ লক্ষ
D. ৫০ লক্ষ

17. “ডন সোসাইটি” – কে প্রতিষ্ঠা করেন ?
A. গোপালকৃষ্ণ গোখলে
B. দাদাভাই নৌরজি
C. মদন মোহন মালব্য
D. সতীশচন্দ্র মুখোপাধ্যায়

18. পদাতিক কবি কাকে বলা হয় ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. সুভাষ মুখোপাধ্যায়
C. কাজী নজরুল ইসলাম
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

19. 2022 AFC Womens Asian হোস্ট করবে কোন দেশ ?
A. আমেরিকা
B. ইংল্যান্ড
C. বাংলাদেশ
D. ভারত

20. শের-ই-বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন ?
A. ফজলুল হক
B. রাজেন্দ্র প্রসাদ
C. মুজিবর রহমান
D. সৈয়দ আহমেদ

21. ব্যাডমিন্টনের শাটলটি কয়টি ফেদার বা পালক স্তরে সাজানো থাকে ?
A. ১০ টি
B. ১৬ টি
C. ১৮ টি
D. ২০ টি

22. ম্যানোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় ?
A. তড়িৎপ্রবাহ
B. শব্দের তীব্রতা
C. চাপ
D. বৃষ্টিপাত

23. মারকিউরাস নাইট্রেট কে আবিস্কার করেন ?
A. সি ভি রমন
B. জগদীশচন্দ্র বসু
C. ডারউইন
D. প্রফুল্ল চন্দ্র রায়

24. সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায় ?
A. সোডিয়াম ক্লোরাইড
B. সোডিয়াম সালফেট
C. পটাশিয়াম কার্বনেট
D. ক্যালসিয়াম সালফেট

25. বিনয় বাদল দীনেশ কত সালে কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন ?
A. ১৯১৯ সালের ১৩ জুন
B. ১৯২৬ সালের ২৬ ফ্রেব্রুয়ারী
C. ১৯৩০ সালের ৮ ডিসেম্বর
D. ১৯৩৭ সালের ৫ জুলাই

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে রয়েছে


File Details::
File Name: WBP Constable Prelims Practice Set 05
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 0.75 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box